মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:-
দিনাজপুরে ৪ দফা দাবীতে সংবাদ সম্মেলনে ধর্মঘট অব্যাহত রাখার ঘোষনা দিয়েছে কেমিষ্টস এন্ড ড্রাগিষ্ট সমিতি দিনাজপুর।
গত শুক্রবার (২০শে জানুয়ারি) বিকেলে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির নেতৃবৃন্দ এ ঘোষনা দেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফতাব উদ্দীন চৌধুরী।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়- গত ১৯ জানুয়ারী দুপুরে সদর হাসপাতাল মোড়ে মেসার্স আরমান ফার্ম্মেসী ও মিতালী মেডিকেল স্টোর হতে ১ লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করে। এ সময় এই বিশাল জরিমানা মওকুফের জন্য বিনীত অনুরোধ করা হলেও দায়িত্বরত ম্যাজিষ্ট্রেত তা শোনেননি। এমতাবস্থায় ফার্ম্মেসী মালিকদের সংগঠন বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি জরুরী সভা করে ৪ দফা দাবী জানিয়ে জেলা প্রশাসকের নিকট প্রেরন করে।
দাবীগুলো হলো- ফার্মেসীতে জরিমানাকৃত টাকা ন্যূনতম বহাল রেখে অবশিষ্ট টাকা ফেরত প্রদান, জেলা ঔষধ তত্বাবধায়ক মোঃ রফিকুল ইসলামসহ সকল অফিস স্টাফকে আগামী ২২ জানুয়ারীর মধ্যে অপসান করতে হবে, ঔষধের দোকানে সুনির্দিষ্ট ঔষধ রাখার তালিকা প্রদান করতে হবে এবং ব্যবস্থাপত্রে চিকিৎসকদের ফুড সাপ্লিমেন্ট ও ডায়েট্ররী সাপ্লিমেন্ট ও ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় করা বন্ধ করতে হবে এবং এ বিষয়ে চিকিৎসকদের বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ দাবী বাস্তবায়নে প্রশাসন একটি গ্রহনযোগ্য সমাধানের পথে না এগিয়ে আসলে ফার্মেসী মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সদস্য কামাল হোসেন পিয়াল, আনোয়ার হোসেন, আসাদুজ্জামান সাগর, এমজে আহবাবুল আলম, ইদি আমীন ফ্রান্সিস, নজমুল হুদা, মিনারুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান প্রমূখ।