ঝালকাঠি সংবাদদাতাঃ- ৪৬ তম আন্তঃ বিদ্যালয় ও মাদ্রসার শীতকালীন
প্রতিযোগীতায় দেশসেরা এ্যাথলেট নির্বাচিত হয়েছে ঝালকাঠির
রাজাপুর উপজেলার কাজী বাকী বিল্লাহ্ধসঢ়;। বাকী বিল্লাহ্ধসঢ়; রাজাপুর মডেল
পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সে উপজেলা থেকে
পর্যায়ক্রমে জেলা, বিভাগ হয়ে জাতীয় পর্যায়ের উচ্চলাফ
প্রতিযোগীতায় দেশসেরা এ্যাথলেট নির্বাচিত হয়েছেন। ৪টি অঞ্চলে
বিভক্ত হয়ে সারা দেশ থেকে এই ইভেন্টে মোট ৮জন প্রতিযোগী অংশ
গ্রহন করে। কাজী বাকী বিল্লাহ্ধসঢ়; বরিশাল-খুলনা(গোলাপ)অঞ্চল এর
প্রতিনিধি হিসাবে অংশগ্রহন করে। গত ১৮ জানুয়ারী ঢাকার
মোহাম্মদপুর ফিজিকাল কলেজ মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় সে
দেশসেরা খেলোয়াড় নির্বাচিত হন। বিজ্ঞ বিচারক মন্ডলী খেলা শেষে
তাকে দেশসেরা খেলোয়াড়ের ঘোষনা দেন। কাজী বাকী বিল্লাহ্ধসঢ়; ৫ফুট
৯ইঞ্চি উচ্চতা অতিক্রম করে মাধ্যমিক পর্যায়ের দেশ সেরা এ্যাথলেট
নির্বাচিত হয়। সে দেশসেরা এ্যাথলেট নির্বাচিত হওয়ায় নিজ
বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে সম্বর্ধনা দেওয়া
হয়। কাজী বাকী বিল্লাহ্ধসঢ়; রাজাপুর উপজেলার উত্তর উত্তমপুর গ্রামের
কাজী গোলাম ছরোয়ারের পুত্র। বাকী বিল্লাহ্ধসঢ়; ৫ ভাই বোনের মধ্যে সবার
বড়।