বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদ নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করবেন বলে আশা করছে বিএনপি।
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জিয়া পরিষদের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ফখরুল।
জিয়া পরিষদের প্রতিনিধি সম্মেলনে বর্তমান ইসির সমালোচনা করে ফখরুল বলেন, গণতন্ত্রকে ধ্বংস করতে ক্ষমতাসীনদের সহায়ক হিসেবে কাজ করেছে তারা। এ সময় নতুন কমিশন গঠনে বিএনপি চেয়ারপারসনের প্রস্তাবকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নেওয়ায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান তিনি।
গণতান্ত্রিক সংগ্রামে রাষ্ট্রপতির অবদান রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গ্রহণযোগ্য ইসি গঠনেও বিচক্ষণতার পরিচয় দেবেন তিনি।
‘জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য, বাংলাদেশের মানুষের চোখের ভাষা বুঝে তিনি এমন একটি সার্চ কমিটি গঠন করবেন, যে সার্চ কমিটি অবশ্যই নিরপেক্ষ হবে, যোগ্য হবে এবং সঠিক নির্বাচন কমিশন গঠন করতে সহায়তা করবে’, বলেন ফখরুল।
‘আমরা এখন এটাই প্রত্যাশা করি। আমরা এই মুহূর্তে কোনো নেগেটিভ (নেতিবাচক) প্রত্যাশা করতে চাই না। আমরা সামনের দিকে এগুতে চাই। অতীতের সমস্ত জঞ্জালগুলোকে ফেলে দিয়ে একটা সুন্দর স্বপ্নের দিকে এগুতে চাই’, যোগ করেন ফখরুল।