মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:– দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের আয়োজনে মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস জানুয়ারী-২০১৭ উপলক্ষে “সমাজে মাদকের বিস্তার ও ক্ষতি-হ্রাস: শিক্ষক- শিক্ষিকাদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জানুয়ারী) সকালে দিনাজপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট’র (পিটিআই) হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। পিটিআই’র সুপার মোছাঃ দিলরুবা চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল মান্নাফ কবীর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মোঃ গোলাম রব্বানী।