গতকাল রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডির স্কাইশেফ চাইনিজ রেষ্টুরেন্টে বাংলাদেশ অনলাইন সাংবাদিক সমিতি-বিওএসএস এর কেন্দ্রীয় কমিটি পূনর্গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য শিক্ষাবিদ ও কলামিষ্ট অধ্যাপক ড. নজরুল ইসলাম, প্রধান বক্তা ইঞ্জিনিয়ার আবু আহম্মেদ আল মামুন (পুলিশ সুপার, পুলিশ হেডকোয়াটার্স) বিশেষ অতিথি ইমতিয়াজ উদ্দিন (সিনিয়র সাংবাদিক ও সংবাদ উপস্থাপক, চ্যানেল ২৪)।অনুষ্ঠানে ২০১৬ সেশনের জন্য সভাপতি নুরূল ইসলাম গাজী (দ্যা ডেইলি ইন্ডিপেনডেন্ট), সহ-সভাপতি আ ফ ম মশিউর রহমান(বারতা২৪আওয়ার), সাইফুল্ল্যাহ সেলিম(সাধিনতা২৪),আলহাজ্ব মাসুম বিল্লাহ(এন এন সি ওয়ার্ল্ড), সাধারণ সম্পাদক মুনতাসীর রায়হান মীম(স্বাধীনতা২৪ ও রেডিও স্বাধীনতা), যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুর রহমান(সময় টিভি), জিলফুল মুরাদ সানু(দৈনিক সমকাল),সহ-সম্পাদক এম এ আহাদ সাহিন(আমাদের সময়),মোফাজ্জল হোসেন(বারতা২৪ আওয়ার),সীমান্ত আরিফ(আমাদের সময়),ইসমাইল সিরাজি(বেঙ্গলি নিউজ),সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইবনে ইউসুফ(দৈনিক যুগান্তর),সহ-সাংগঠনিক আসদুজ্জামান লিমন(ঢাকা টাইমস),সাংগঠনিক সম্পাদক(ঢাকা)খলিল উদ্দিন ফরিদ(নিউজ এক্সপ্রেস),সহ-সাংগঠনিক(ঢাকা)আশরাফ বিন সামসুদ্দিন(বাংলাদেশ প্রতিদিন ও সময় নিউজ),সাংগঠনিক সম্পাদক(চট্টগ্রাম)আলাউদ্দিন আল আজাদ আলিফ(বাংলা মেইল), সহ-সাংগঠনিক(চট্টগ্রাম) অঞ্জন দেব তুষার(ব্রেকিং নিউজ),সাংগঠনিক সম্পাদক(বরিশাল)মামুন অর রশিদ(বরিশাল বানী),সাংগঠনিক সম্পাদক(রাজশাহী)হাসিবুর রহমান(পিপলস টাইমস),সহ-সাংগঠনিক সম্পাদক(রাজশাহী)কাফি(ক্যাম্পাস লাইভ),সাংগঠনিক সম্পাদক(রংপুর) দেলোয়ার হোসেন(আমাদের অর্থনীতি),অর্থ সম্পাদক কাজী শাহিন(স্বাধীনতা২৪),সহ-দপ্তর সম্পাদক সাহাদাত হোসেন ফাহিম(ক্যাম্পাস লাইভ),প্রচার সম্পাদক আশরাফুল আলম(বিডি ইনভাইরনমেন্ট),সহ-প্রচার সম্পাদক মুন্নাফ রশিদ,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইমন হাসান(ক্যাম্পাস লাইভ),সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম রাব্বানি(ব্লগার),প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম(ইউএসবিডি),সহ-প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম(ইউএস বিডি টাইমস ),ক্রীড়া সম্পাদক রিফাত আঞ্জুম( বৈশাখী টিভি),তথ্যও গবেষণা সম্পাদক রাকিবুল ইসলাম,সহ-তথ্যও গবেষণা সম্পাদক সাইয়েদুল ইসলাম কাউসার (অগ্র দৃষ্টি ),বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃআবু হোসেন (লাইভ নিউজ ),সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃমাহবুবুল হক মাহি(বিশ্ব বার্তা),-সমাজ কল্যাণ ও ত্রাণ সম্পাদক অলিভ আহসান, সহ-সমাজ কল্যাণ ও ত্রাণ সম্পাদক রিয়াজ হোসেন,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পদাক তৌফীক (বৈশাখী নিউজ),মানবাধিকার বিষয়ক সম্পাদক হাফেজ নুরুল্লাহ(মুক্ত তথ্য),আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নোমান কবির (স্বাধীনতা২৪),সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহারিয়ার,কার্যকরি সদস্য ফয়জুল্লাহ আশিক(শীর্ষ নিউজ),কার্যকরি সদস্য শাহরিয়ার হোসেন,মোঃশাহিন(মুক্ত তথ্য),কার্যকরি সদস্য বেলাল হোসেন সুমন(ক্যাম্পাস মিরর),কার্যকরি সদস্য সজিব(ক্যাম্পাস লাইভ)কার্যকরি সদস্য শামিম উজ্জামান শাকিল(এই বেলা ডটকম). অনুষ্ঠানে বক্তারা বলেন, অনলাইন সংবাদ জাতীয় জীবনে গুরুত্বপূর্ন অবদান রেখে চলছে। অনলাইন সাংবাদ কর্মীরা দীর্ঘদিন পর্যন্ত ছিল অবিভাবকহীন। সময়ের প্রয়োজনে দল ও মতের উর্দ্ধে উঠে অনলাইন সাংবাদিকদের ঐক্য বদ্ধ একটি প্লাটফর্ম দরকার ছিল। বাংলাদেশ অনলাইন সাংবাদিক সমিতির এই কমিটি অনলাইন সাংবাদিকদের আকাঙ্খা পূরনে মাইল ফলক হিসাবে কাজ করবে।