মোঃ আশিকুর রহমান (টুটুল), নাটোর ব্যুরো প্রধান:
শনিবার রাতে নাটোরের লালপুর উপজেলার শালেশ্বর গ্রামে পূর্ব শত্র“তার জের
ধরে বাদশা গাজীর ছেলে খোরশেদ আলমের দেড় বিঘা জমির ১৫০ টি
পেয়ারা, ২০ টি মালটা ও ৯টি মুকুলকৃত আম গাছ রাতের আঁধারে
কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
খোরশেদ জানান, এক বছর আগে পেয়ারা, মালটা, আমের কলমের চারা
লাগাই রবিবার সকালে জমিতে গিয়ে দেখি রাতের আঁধারে কে বা
কাহারা গাছ গুলো কেটে ফেলেছে। এর ১৫ দিন আগেও তার লাগানো ৭
বিঘা জমির ১৪ শ পেয়ার একই ভাবে কেটে ফেলে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।