ভ্রাম্যমান প্রতিনিধি-ঢাকা ঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ককের আশুলিয়ার কবিরপুরে সড়ক দূর্ঘটনায় আহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে বাসের
চাপায় এক আনসার সদস্যসহ দুইজন ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের
মৃতদেহ উদ্ধার করেছেন।
রোববার সকালে নবীনগর সাভার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার কবিরপুরে উক্ত দূর্ঘটনাটি ঘটে।
আশুলিয়া থানার এসআই জাফর হোসেন জানান, কবিরপুর মহাসড়কের পাশে একটি থামানো বাসকে পিছন
থেকে একটি ট্রাক ধাক্কা দেয়, এ সময় এক ব্যক্তি গুরুতর আহত হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করতে পাওয়ারগ্রিড
প্রতিষ্ঠানের ফটকে কর্মরত আনসার সদস্য জাহাঙ্গীর ছুটে আসেন। তখন আহত ব্যক্তিকে উদ্ধার করে তিনি
অপর একটি বাসকে সিগন্যাল দেয়। তবে বাসটি না থামিয়ে দুইজনকেই চাপা দেয়, এতে ঘটনাস্থলেই
আনসার সদস্যসহ দুইজনেরই মৃত্যু হয়। বাস নিয়ে চালক পালিয়ে গেছে। ট্রাকের চালককে পাওয়া যায়নি বলে
স্থানীয়রা জানান।
এদিকে আনসার জেলা কমান্ডার সাইফুল্লাহ রাসেল জানান, প্রাথমিকভাবে নিহত আনসার সদস্যেও পরিবারকে
৩০ হাজার টাকা প্রদান করা হয়েছে। নিহতের পরিবারকে পর্যায়ক্রমে প্রায় ৫ লাখ টাকা দেয়া হবে বলে তিনি
জানিয়েছেন। এ দিকে ঘাতক বাসটি আটক করতে পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে থামানো বাস ও
ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, নিহত জাহাঙ্গীর বরগুনা জেলার সদর থানার হাউজিবুনিয়া
গ্রামের জয়নুদ্দিনের ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।