সোহাগ হাফিজ বরগুনা প্রতিনিধি : আমতলীর পুজাখোলা গ্রামে
শুক্রবার সন্ধ্যায় নিজেদের জমির মাটি কেটে নিতে বাঁধা দেওয়ায়
ভাতিজা সোবাহান হাওলাদার তার চাচী নাজমা বেগম (৩০) ও চাচা
কালাম হাওলাদার (৩৫) কে মারধর করে গুরুতর আহত করেছে। আহত অবস্থায়
নাজমা বেগমকে শুক্রবার রাতে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যাক্ষদশী সূত্রে জানো গেছে, আমতলী সদর ইউনিয়নের পুজাখোলা
গ্রামের কালাম হাওলাদারের সাথে ভাতিজা সোবহান হাওলাদারের বাড়ির
একখন্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধীয় ওই
জায়গায় শুক্রবার সকালে কালাম হাওলাদার একটি খরের পালা নির্মান করেন।
ভতিজা সোবাহান হাওলাদার বিকেলে ওই খরের পালা ভেঙ্গে সেখান থেকে
মানি কেটে নিতে শুরু করেন। চাচী নাজমা বেগম মাটি কাটতে
বাঁধা দেওয়ায় তাকে বেদম মারধর করে ভাতিজা সোবহান হাওলাদার। এক
পর্যায়ে মাটিতে ফেলে কিল ঘুষি লাথি মারেন। খবর পেয়ে চাচা কালাম
হাওলাদার স্ত্রী নাজমা বেগমকে রক্ষা করতে এসে সেও ভাতিজার হামলা
শিকার হন। এক পর্যায়ে প্রতিবেশীরা এসে তাদের রক্ষা করে। মারধরের
কারনে গুরুতর আহত নাজমা বেগমকে শুক্রবার সন্ধ্যায় আমতলী হাসপাতালে
ভর্তি করা হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক উপ-সহকারী
কমিউনিটি মেডিকেল অফিসার হারুন অর রশিদ জানান, নাজমার শরীরের
বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। অনেক জায়গায় কিল ঘুষির
কারনে ফুলে রয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:
সহিদ উল্লাহ জানান, স্বামী স্ত্রীকে মারধরে একটি লিখিত অভিযোগ
পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।