২০১৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। ওই বছরের জন্য কবিতায় আবু হাসান শাহরিয়ার এবং কথাসাহিত্যে শাহাদুজ্জামানকে পুরস্কৃত করা হয়েছে।
আজ সোমবার বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান প্রতিষ্ঠানের মিলনায়তনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
এ ছাড়া প্রবন্ধ ও গবেষণায় মোর্শেদ শফিউল হাসান, অনুবাদে নিয়াজ জামান, মুক্তিযুদ্ধের সাহিত্যে এম এ হাসান, আত্মজীবনী ও স্মৃতিকথায় নূরজাহান বোস এবং শিশুসাহিত্যে রাশেদ রউফ পুরস্কার পেয়েছেন।
২০১৬ সালের জন্য নাটক এবং বিজ্ঞানবিষয়ক লেখায় উপযুক্ত কাউকে পাওয়া যায়নি বিধায় পুরস্কার দেওয়া হয়নি।