কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম ও পিপিএম এর পর ৬ টি বিশেষ ক্যটাগরিতে দ্বিতীয় সর্বোচ্চ পদক আইজিপি ব্যাজ পাচ্ছেন পুলিশের ২৮৮ কর্মকর্তা ও সদস্য। পুলিশ সুপার ( এসপি) পদমর্যাদা থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ে এসব ব্যাজ দেয়া হচ্ছে। এর মধ্যে ক্যাটাগরি এ তে ৫৩ জন, ক্যাটাগরি বি তে ১০১ জন ক্যাটাগরি সি তে ৪৭ জন ক্যাটাগরি ডি তে ৩৩ জন ক্যাটাগরি ই তে ৩৬ জন এবং ক্যাটাগরি এফ তে ১৮ জন রয়েছেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন, বাহিনীর মর্যাদা বৃদ্ধি হয়েছে। এমন কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাচে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আইজিপি ব্যাচ দেওয়া হয়। প্রতি বছরের ন্যায় এবারো মাঠ পর্যায়ে যাচাইবাছাই করে কর্মক্ষেত্রে দক্ষতা, সঠিকভাবে দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তাদের একটি তালিকা তৈরি করা হয়। সেই তালিকা অনুযায়ী ২৮৮ জনকে আইজিপি ব্যাচে মনোনীত করা হয়েছে।
সুত্রঃডিএমপি নিউজ