বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানে ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ২য় মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৪ জানুয়ারি। এ উপলক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।আগামীকাল বাদ আসর বনানীস্থ কবরস্থানে মরহুমের কবরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আত্মীয়স্বজন ও দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে ফাতেহা পাঠ করবেন ও দোয়া মাহফিলে শরিক হবেন।
এছাড়া মরহুম আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে একইদিন সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এরপর মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কালকে বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ঘোষিত কর্মসূচিগুলোতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি কোকো মালয়েশিয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সেসময় বাংলাদেশে সরকার বিরোধী টানা আন্দোলন চলছিল।