বাংলার প্রতিদিন ডটকমঃ
বিএনপির তথ্য জানার জন্য বঙ্গভবনের আশ্রয় নেয়ার দরকার নেই। বিএনপির গোপন কথা জানার জন্য তারাই যথেষ্ট। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার বিকেলে রাজধানীর হোসেনি দালান রোডে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল অভিযোগ করেছেন; বঙ্গভবনের সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের যোগসাজশে গোপনীয়তা ভঙ্গ হয়েছে।কে এম হাসানের নাম তারা পাঠাননি বলেও জানান ফখরুল। এর মানে-ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না।
নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানকে সার্চ কমিটির সদস্য করতে বিএনপি রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিয়েছে।ওবায়দুল কাদেরের এরকম দাবির পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর একে মিথ্যা বলে অভিহিত করেন। সেখানে এরই জবাব দেন কাদের।
বিএনপির নেতাদের ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপির অনেকের নামে মামলা আছে। তাই জেল-জুলুমের ভয়ে গোয়েন্দাদের কাছে তারা ঘরের কথা বলে। এভাবেই তো বিষয়গুলো জানা যায়। বিএনপির গোপন তথ্য জানার জন্য আমাদের বঙ্গভবনের আশ্রয় নিতে হয় না।
যারা সংলাপে যান, তাদের সবাইকে মির্জা ফখরুল বিশ্বাস করেন! তাই তার বক্তব্য স্ববিরোধী। তার উদ্দেশে মন্ত্রী বলেন, একদিকে বলছেন গোপনীয়তা ভঙ্গ হয়েছে। অন্যদিকে বলছেন নাম পাঠাননি। এটা স্ববিরোধী অবস্থান। তিনি (ফখরুল) কথার ফাঁদে আটকে গেছেন। আবার আমাকে বলেন বক্তব্য প্রত্যাহার করতে।
নিজেদের অবস্থান পরিষ্কার করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের কোনো পছন্দ নেই। ইতিহাস বলে সাংবিধানিক পদে সবসময়ই বিএনপির লোক দরকার হয়। রাষ্ট্রপতির কাছে আমাদের প্রত্যাশা, নির্বাচন কমিশন ও সার্চ কমিটিতে যেনো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোক থাকে।