আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি (সিআইএ) এর নতুন পরিচালক হিসেবে শপথ নিলেন ট্রাম্প মনোনীত মাইক পম্পেও। সোমবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ভোটাভুটিতে ৬৬-৩২ ভোটে জয়ী হন তিনি।
পরে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে শপথ নেন সাবেক এ কংগ্রেসম্যান। এদিকে ট্রাম্প প্রশাসনের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সোমবার তেল ব্যবসায়ী রেক্স টিলারসনকে অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের পররাষ্ট্রসম্পর্কিত সিনেট কমিটি।
ভোটাভুটিতে ১১ রিপাবলিকানের সবাই পক্ষে এবং ১০ ডেমোক্রেটিকের সবাই তার বিপক্ষে ভোট দেন। মাত্র এক ভোটের জন্য অনুমোদন পান এক্সোন মবিলের সাবেক প্রধান নির্বাহী।
রাশিয়া ঘেঁষা হবার কারণে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বিপক্ষে থাকলেও শেষ পর্যন্ত অবস্থান পাল্টালে নিশ্চিত হয় টিলারসনের অনুমোদন। চূড়ান্ত সমর্থনের জন্য ভোট হবে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে।