ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ পত্নীতলায় একটি প্রাইভেট
কার গাড়িসহ ১৯৭০ বোতল বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
থানা সুত্র জানায়, ২৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ৬টার দিকে পতœীতলা থানা ওসি আজিম উদ্দীন,
এসআই এনামুল হক, এসআই রবিউল ইসলাম, সাপাহার থানার এসআই নাদিম, এসআই শাহারিয়া
সঙ্গীয় ফোর্স নেতৃত্বে ও নির্মইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও স্থানীয় ইউপি
সদস্যদের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নির্মইল ইউনিয়নের ঘুরকি গ্রামের
আতাহার দিঘীর পাশ থেকে একটি প্রাইভেট কার গাড়িসহ ১৯৭০ বোতল বিক্রয় নিষিদ্ধ ভারতীয়
ফেন্সিডিল উদ্ধার হয়।
পতœীতলা থানা ওসি আজিম উদ্দীন উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ১৯৭০ বোতল বিক্রয়
নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ একটি প্রাইভেট কার গাড়ি থানা হেফাজতে নেয়া হয়েছে ও একটি
মামলা হয়েছে। গাড়িটির নম্বর-গ- ১১-৮৭১০। গাড়িটির আনুমানিক মূল্য ৫লাখ টাকা ও ফেন্সিডিল
গুলোর আনুমানিক মূল্য ১১লাখ ৮২ হাজার টাকা মাত্র। কাউকে গ্রেফতার করা যায়নি।