নাটোর ব্যুরো অফিস:
নাটোরের লালপুর উপজেলায় বিষ প্রয়োগ করে পাখি শিকারের দায়ে ফড়ং
আলীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। লালপুর থানার (ওসি)
আবু ওবায়েদ এর বরাত দিয়ে , মঙ্গলবার দুপুরে লালপুর উপজেলার অমৃতপাড়া
মাঠে বিষ প্রয়োগ করে পাখি শিকার করছিলেন এমন সময় গোপন সংবাদের
ভিত্তিতে লালপুর থানার পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে পাখি শিকারী ফড়ং
আলীকে আটক করে। সে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত মফি
প্রমানিকের পুত্র। পরে তাকে উপজেলা নির্বাহী অফিসারও নির্বাহী
ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের আদলতে হাজির করলে বণ্য প্রাণী সংরক্ষন আইন
২০১২ এর ৩৮ ধারায় বিষ দিয়ে পাখি শিকার করার অপরাধে শিকারী কে ১
মাসের বিনাশ্রম কারদণ্ড প্রদান করেন আদালত ।