গোলাম-সারোয়ার,নওগাঁ প্রতনিধি:
ভিক্ষুক পূনর্বাসনের বিরল উদ্যোগ গ্রহণ করেছে মৌসুমী-সমৃদ্ধি
কর্মসূচি। পূনর্বাসনের উদ্যোগ হিসেবে মৌসুমী সমৃদ্ধি কর্মসূচির আওতাভুক্ত ইউনিয়ন
চেরাগপুরের দুইজন ভিক্ষুক পূনর্বাসনের লক্ষ্যে উক্ত এলাকার ভিক্ষুক মোঃ কছিম উদ্দিন ও মোছাঃ
সামেনা বেগম প্রত্যেককে ১টি করে বাছুরসহ গাভী ও চার্জার রিক্সা ভ্যান প্রদান করা হয়। উক্ত
ভিক্ষুক পূনর্বাসন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে নওগাঁ-৩ আসনের মাননীয়
সংসদ সদস্য জনাব মোঃ ছলিম উদ্দিন তরফদার (সেলিম)। বেলা ৪.০০ টায় অনুষ্ঠিত ভিক্ষুক
পূনর্বাসন অনুষ্ঠানে সংসদ সদস্য জনাব মোঃ ছলিম উদ্দিন তরফদার (সেলিম) চেরাগপুর
ইউনিয়নের ভিক্ষুক মোঃ কছিম উদ্দিন ও মোছাঃ সামেনা বেগমের হাতে বাছুরসহ গাভী ও চার্জার
ভ্যান হস্তান্তর করেন। উল্লেখিত ভিক্ষুকদ্বয় যেন আর কোনদিন ভিক্ষাবৃত্তিতে জড়িত না হন সে লক্ষ্যকে
সামনে রেখে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’এর অর্থায়নে মৌসুমী সমৃদ্ধি
কর্মসূচি এই উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য এই বিরল উদ্যোগ গ্রহণের
জন্য মৌসুমী ও পিকেএসএফ-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি ভবিষ্যতেও এই
ধরণের জনহিতকর উদ্যোগ গ্রহণের ধারাবাহিকতা রক্ষার জন্য মৌসুমী সমৃদ্ধি কর্মসূচির প্রতি
উদার্ত আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব শিবনাথ
মিশ্র (শিবু), সমৃদ্ধি কর্মসূচি- চেরাগপুর ইউনিয়ন সমন্বয়কারী জনাব মোঃ মামনুর রশীদ ও
মৌসুমী ঋণ কার্যক্রম চেরাগপুর শাখার ব্যবস্থাপক জনাব মোঃ কামরুজ্জামান। উল্লেখ্য,
মৌসুমী-সমৃদ্ধি কর্মসূচির আওতায় এ’পর্যন্ত চেরাগপুর ইউনিয়নে ১০০ টি পারিবারিক
ল্যাট্রিন, ২০টি কমিউনিটি ল্যাট্রিন, ১৫টি টিউবওয়েল, ২টি সমৃদ্ধি বাড়ী ও ৯টি সমৃদ্ধি
কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ’ছাড়া প্রতি মাসে ৮টি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে
ইউনিয়নের স্বাস্থ্য সেবা বঞ্চিত উপকারভোগীদের মাঝে নিয়মিত ভাবে প্রাথমিক স্বাস্থ্য সেবা
প্রদান করা হচ্ছে।