জাহিদ হাসান,,, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে মাত্র এক সপ্তাহে টানা ৬টি হত্যাকান্ডের পর এবার সত্তরোর্ধ এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। নিখোঁজের দুইদিন পর গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ভাটারা ভাটারা ইউনিয়নের কুটুরিয়া গ্রামের একটি মজা পুকুর থেকে নিহত তালেমন বেওয়ার (৭৫) লাশ উদ্ধার করে এলাকাবাসী।
পারিবারিক সুত্র জানায়, কুটুরিয়া গ্রামের মৃত জমসের আলীর স্ত্রী তালেমন বেওয়া অভাব-অনটনের জন্য বাড়ি-বাড়ি ঘুরে দিনাতিপাত করতেন। রোববার তিনি নিজবাড়ি থেকে নিখোঁজ হন। দুইদিন বিভিন্ন স্থানে খোঁজেও তার কোন সন্ধান মেলেনি। গতকাল বিকেলে একই গ্রামের ইসমাইল হোসেন মনো স্থানীয় একটি মজা পুকুরে মাছ ধরতে গেলে নিখোঁজ বৃদ্ধার লাশ দেখতে পান। পরে এলাকাবাসী লাশটি উদ্ধার করে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম খান জানান, পুকুরে পড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। উপ-পরিদর্শক মতিউর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের লোকদের অভিযোগ থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে