সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে
প্রধান শিক্ষক রফিকুল ইসলামের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
মিছিল করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১১ টায় নাটোরের সিংড়ার
ক্ষিদ্র বড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচী পালন করা হয়। পরে
প্রধান শিক্ষককের কুশপুত্তলিকা দাহ করা হয়। এসময় বক্তব্য রাখেন ইউপি
সদস্য শামীম হোসেন, আবু বক্কর সিদ্দিক, নাজমুল হুদা, সোহরাব
হোসেন, শিক্ষক মাহবুব আলম প্রমূখ। বক্তারা প্রধান শিক্ষককে লোভী ও
অর্থ আত্মসাৎকারী আখ্যায়িত করে অবিলম্বে তার অপসারণ দাবি
করেন।
উল্লেখ্য গত ২১ জানুয়ারী ক্ষিদ্র বড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক রফিকুল ইসলামকে মারপিঠের অভিযোগ ওঠে স্থানীয় এক ইউপি
চেয়ারম্যান তাঁর কর্মীদের বিরুদ্ধে। এবিষয়ে ২৪ জানুয়ারী সিংড়া
থানায় পাঁচজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন ওই প্রধান
শিক্ষকের বড় ভাই রুহুল আমিন।