নতুন নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার বেলা ১২টায় সার্চ কমিটির ৬ সদস্যের নাম বঙ্গবভন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। সার্চ কমিটিতে কারা থাকছেন সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রপতি মনোনিত সদস্যদের নাম ঘোষণা করবে।
এর আগে গেলো বছরের ১৮ ডিসেম্বর থেকে নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেন রাষ্ট্রপতি। ৪ দফায় ৩১ দলের সঙ্গে আলোচনা করেন তিনি। এসময় বিভিন্ন দল নিজেদের পছন্দমত লোকদের নাম প্রস্তাব করেন রাষ্ট্রপতির কাছে। এছাড়াও নির্বাচন কমিশন গঠনে কোনো আইন না থাকায় নতুন করে আইন করার দাবি করে রাজনৈতিক দলগুলো।