বাংলার প্রতিদিন ডটকমঃ
বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ২০১৬ সালের দুর্নীতি সূচকে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৫তম অবস্থানে আছে বাংলাদেশ। এ তালিকায় আগের বছরের চেয়ে বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে।
টিআইর প্রতিবেদনে উল্লেখ করা হয়, এবার বাংলাদেশ ২৬ পয়েন্ট পেয়েছে।
আগের বছর ১৬৮টি দেশের মধ্যে দুর্নীতিগ্রস্তের তালিকায় ২৫ পয়েন্ট পেয়ে ১৩তম অবস্থানে ছিল বাংলাদেশ। সে বছর তালিকার ১৩৯ নম্বরে ছিল বাংলাদেশ।
১৯৯৫ সাল থেকে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা প্রকাশ শুরু করে টিআই। বাংলাদেশ সে তালিকায় স্থান পায় ২০০১ সালে।
এবারের সূচক অনুযায়ী, সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক ও নিউজিল্যান্ড। দেশ দুটির পয়েন্ট ৯০। এর পরই আছে ফিনল্যান্ডের অবস্থান। দেশটির পয়েন্ট ৮৯।
টিআইর প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ আফগানিস্তান। ১৫ পয়েন্ট পেয়ে দেশটির অবস্থান ১৬৯তম। এর পরই আছে বাংলাদেশ।
এবারের তালিকায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া। দেশটির পয়েন্ট ১০। এর পরই আছে দক্ষিণ সুদানের অব্স্থান। দেশটি পেয়েছে ১১ পয়েন্ট