স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার সকাল ১১ টায় শহরের পুরাতন বাস ষ্ট্র্যান্ড এলাকায়
বিদ্যুৎতের সট সাকিটে লাগা আগুনে পুড়ে গেছে আর এফ এলের প্লাষ্টাটিক সামগ্রীর
গোডাউন ।খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এক ঘন্টা চেষ্টা চালিয়ে
আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় পাশ্ববর্তী দোকানের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন।
গোডাউনটির ম্যানেজার এম এম ফরহাদ জানান,লাকী ট্রেডার্স নামে আর এফ এলের
প্লাষ্টিক গোডাউনটিতে সকালের দিকে বিদ্যুৎতের সর্ট সার্কিট থেকে আগুনের
সূত্র পাত হয়ে গোডাউনে থাকা প্লাষ্টিক মালামাল পুড়ে যায়। এ সময় আগুন নিভাতে
গিয়ে তিন জন আহত হয়েছেন । আহতরা হলেন আলমগীর (৪৫) জুয়েল (১৮) ও ফরহাদ (২৮)।
এঘটনায় প্রায় ৫লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে । মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ইয়ার হাউছ
ইন্সপেক্টার মন্টু বিশ্বাস জানান ,খরর পেয়ে ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে
লাকী ট্রের্ডাস নামে প্লাষ্টিক গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রনে আনা হয় ।
বিদ্যুৎতের সর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত হয় ।