সুনামগঞ্জের তাহিরপুরে নগদ টাকা,স্বর্নালংকার সহ ৭লক্ষাধিক
টাকার মালামাল চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত
সাড়ে ৩টার সময় উপজেলার সদর ইউনিয়নের বীরনগড় গ্রামের
ব্যবসায়ী সাদেক আলীর বাড়িতে। জানাযায়,তাহিরপুর বাজারের
ব্যবসায়ী অপূর্ব ষ্টোরের মালিক সাদেক আলী বৃহস্পতিবার সারা
দিনের বিভিন্ন প্রসাধনী সমাগ্রী বেচা-
কেনা,বিকাশ,ফ্রেক্সিলোড করে নগদ প্রায় ৩লক্ষাধিক নগদ টাকা
নিয়ে বাড়িতে ওয়াডড্রপে রাখেন। রাতে খাওয়া-দাওয়া করে
ঘুমানোর পর রাত আনুমানিক সাড়ে ৩টার সময় চোরেরা কৌশলে
বাড়ির পেচনের রান্না ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সবাই
কে অজ্ঞান করে ওয়াডড্রপের ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ৩লক্ষাধিক
টাকা,সাড়ে ৪ভড়ি স্বর্ন,মোবাইল, মূল্যবান কাগজ পত্র সহ কাপড়
নিয়ে যায়। সকল বেলা ঘুম থেকে উঠে দরজা,ওয়াডড্রপের ড্রয়ারের
তালা ভাঙ্গা দেকতে পায় বাড়ির লোক জন। ব্যবসায়ী সাদেক আলী
জানান,আমি বৃহস্পতিবার সারাদিনের বেচা-কেনা,ফ্রেক্সিলোড ও
বিকাশের টাকা রাতে বাড়ি নিয়ে যাই শুক্রবার ব্যাংক বন্ধ থাকায়।
বাড়িতে সব মিলিয়ে প্রায় ৩লক্ষাধিক টাকা,বাড়িতে রাখা স্ত্রী ও
মেয়ের স্বর্নালংকার,মোবাইল সহ প্রায় ৭লক্ষাধিক টাকার মালামাল
চোরেরা নিয়ে যায়।
সুনামগঞ্জ প্রতিনিধি।