গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের চর কুন্দেরপাড়ায় আগুনে পুড়ে গেলো একটি স্কুল। ্এতে ৬শ’ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বৃহস্পতিবার গভীর রাতে আগুনে পুড়ে গেছে গণ উন্নয়ন একাডেমি উচ্চ বিদ্যালয়ের অফিসসহ ৭ শ্রেণিকক্ষ।
স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। আগুনে বিদ্যালয়ের আসবাবপত্র, শিক্ষা সরঞ্জাম, শিক্ষার্থীদের অন্তত ২০ হাজার সার্টিফিকেট ও একটি এনজিও অফিস পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার মালামাল ও শিক্ষার্থীদের সাটিফিকেটসহ মুল্যবান কাগজপত্র ছাই হয়ে গেছে।
স্থানীয় বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আব্দুস সালাম বলেন, আমাদের ধারণা দৃর্বৃত্তদের দেয়া আগুনে বিদ্যালয়টি সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। তিনি আরো বলেন, ২০০৩ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টিতে চরাঞ্চলের ৬০০ শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে চরাঞ্চলের শিক্ষা প্রসারে ভুমিকা রেখে আসছিলো।