রাজনৈতিক দলগুলোর কাছে সিইসিসহ নির্বাচন কমিশনের ৫ সদস্যের নাম চেয়েছে সার্চ কমিটি। জানালেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
শনিবার সুপ্রিম কোর্টের জাজের লাউঞ্জে সার্চ কমিটির প্রথম বৈঠকের পর তিনি এ কথা জানান।
তিনি বলেন, আসছে ৩১ ডিসেম্বরের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে নির্বাচন কমিশন নিয়োগে নাম প্রস্তাব করতে হবে। প্রত্যেক রাজনৈতিক দল সিইসিসহ ৫ সদস্যের নাম প্রস্তাব করতে পারবে। এরপর সার্চ কমিটি সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রপতির কাছে প্রতি পদের বিপরিতে ২ জনের নাম প্রস্তাব করবেন।
শফিউল আলম বলেন, আসছে সোমবার দেশের ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বৈঠক করবে সার্চ কমিটির