নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় টেম্পু চাপায় সুলতান ব্যাপারী (৭০) নামে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে ওই উপজেলার রমজানবিবি বাজারের সামনে মাইজদী-
চৌমুহনী সড়কে এ দু’ঘটনাটি ঘটে। নিহত সুলতানা ব্যাপারীর পিতার নাম জানা
যায়নি। তবে নিহতের বাড়ি চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামে বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ১০টার দিকে মাংস ব্যাবসায়ী সুলতানা ব্যাপারী
চৌমুহনী-মাইজদী সড়কে রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পারাপর হওয়ার সময়
দ্রুতগতি ট্রেম্পু তাকে চাপা দেয়। এতে সুলতানা ব্যাপারী ঘটনাস্থলে মারা যায়।
বেগমগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান সাজিদ সড়ক দু’ঘটনায় সুলতান ব্যাপারী মৃত্যুর
বিষয়টি নিশ্চিত করেছেন।
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী :