বরগুনায় প্রতিপক্ষের সঙ্গে মারামারি
করার অপরাধে গ্রেফতার হওয়া আসামী চিকিৎসাধীন
অবস্থায় তিন পুলিশের চোখ পাখি দিয়ে হাসপাতাল থেকে
পালিয়েছে। জানা যায়, বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়ির চর
ইউনিয়নের বড় লবন গোলা গ্রামের আব্দগুল ওহাব মিয়ার
ছেলে আল আমিন (২৮) প্রতিপক্ষের সঙ্গে মারামারি করার
সময় পুলিশের হাতে আটক হয়। পুলিশ আমিন কে
হাসপাতালে ভর্তি করে। তিন পুলিশ গার্ড দেয়। গতকাল
শুক্রবার আনুমানিক রাত চারটায় টয়লেট করতে গেলে
টয়লেটের ভেন্টিলেটর ভেঙ্গে পালিয়ে যায়। এ ব্যাপারে বকরগুনা
সদর থানা অফিসার ইনচার্জ রিয়াজ হোসেন পিপিএম
জানান, আসামীকে গ্রেফতারের ব্যপারে অভিযান চলছে।
বরগুনা প্রতিনিধি ঃ