গত সপ্তাহে ঘোষণা দিয়েছিলেন। আজ শনিবার এ ব্যাপারে থাকা নির্বাহী আদেশে সই করলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা হচ্ছে, যুক্তরাষ্ট্রে কোনো শরণার্থী প্রবেশ করতে পারবে না।
এদিকে দেশটির সামরিক বাহিনীর পুনর্গঠন সংক্রান্ত অন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদ মাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত বছর ডিসেম্বর মাসেই ট্রাম্প জানিয়েছিলেন, তাঁর দেশে শরণার্থী নিষিদ্ধ করবেন তিনি। বিশেষ করে প্যারিসে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ওই ঘোষণা দেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে সব মুসলমানকে নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্যও করেন তিনি।
ওই নির্বাহী আদেশের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমানরাই। প্রতিবেদনে বলা হয়, শরণার্থীদের ঢুকতে দেওয়া হবে না বলে আদেশের পেছনে আসলে মুসলমানদেরই ইঙ্গিত করা হয়েছে। সাতটি মুসলিম দেশের নাগরিকদের আপাতত কোনো ভিসা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। এসব দেশ হচ্ছে সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এসব দেশ সংঘর্ষ ও সন্ত্রাসপ্রবণ।
ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ইসলামী জঙ্গিদের দূরে রাখার জন্য এটি একটি পদক্ষেপ। আমরা তাঁদের এখানে চাই না।’ তিনি নাইন-ইলেভেনের হামলার কথা উল্লেখ করেন।
ট্রাম্প আরো বলেন, ‘যারা আমাদের সেনাদের জন্য হুমকি, তাদের আমরা নিতে পারি না। আমরা তাদেরই নেব যারা আমাদের দেশ ও দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসে।’
এদিকে নিজ দেশের সামরিক বাহিনীর শক্তি আরো বাড়াতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। এ ব্যাপারে একটি নির্বাহী আদেশেও সই করেছেন তিনি। আদেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে পুনর্গঠন করার কথা জানান তিনি। সামরিক বাহিনীর ব্যাপারে তিনি বলেন, ‘নতুন পরিকল্পনা, নতুন সম্পদ, নতুন যন্ত্রপাতি।’