মোঃ আশিকুর রহমান(টুটুল), নাটোর ব্যুরো প্রধান,
মঙ্গলবার সকালে সিসিডিবি সিপিআরপি এনজিওর আয়োজনে নাটোরের
লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের ২শত জন হতদরিদ্র ও শীতার্তদের মাঝে
কম্বল বিতরণ করা হয়। আড়বাব ইউপির চেয়ারম্যানও লারপুর থানা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলীর সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল
ইসলাম । বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের
সহধর্মনী ও আব্দুলপুর সরকারী কলেজের প্রভাষক নিগার উম্মে রেশমা
(এ্যানি)। এছাড়াও নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধি জন উপস্থিত ছিলেন ।