সোহেল রানা সোহাগ, সিরাজগঞ্জ থেকে:
সিরাজগঞ্জের তাড়াশে ক্রমশ্যই জনপ্রিয় হয়ে উঠছে ফসলি জমিতে পাচিং পদ্ধতি ব্যবহার
। ফসলি জমিতে কীটনাশক নয় এবার পাখিই খাবে পোকা।
সরজমিনে উপজেলার তালম ইউনিয়নের মানিকচাপর মাঠে গিয়ে দেখা যায় কৃষকরা ফসলি
জমিতে পাচিং পদ্ধতি ব্যবহার করছে ( গাছের ডাল জমিতে পুতছে) তাদের সার্বিক
দিক নির্দেশনা দিচ্ছেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর তাড়াশ এর ওই ব্লকের উপসহকারী
কৃষি অফিসার হুমায়ন কবির। এসময় মানিকচাপর গ্রামের কৃষক আলহাজ আলীর কাছে
এই প্রাচিং পদ্ধতি তথা জমিতে গাছের ডাল কেন ব্যবহার করছেন সেসম্পর্কে জানতে
চাইলে তিনি বলেন আমাদেরকে উপসহকারী কৃষি অফিসার বলেছেন এই পদ্ধতি ব্যবহার
করলে জমিতে ক্ষতিকারক পোকার হাত থেকে কীটনাশক ছারাই ফসলকে রক্ষা করা যায়। এ
পদ্ধতি আমি গত বারও ব্যবহার করেছিলাম উপকার পেয়ে এবারও ব্যবহার করছি। এ ব্যাপারে
উপসহকারী কৃষি অফিসার হুমায়ন কবিরের কাছে এর উপকার জানতে চাইলে তিনি
জানান যে, এই ফসলি জমিতে পোতা ডালগুলোর উপরে পাখি বসে ফসলি জমির ক্ষতিকারক
পোকা ও পোকার ডিম খেয়ে ফেলবে যার ফলে আর কীটনাশক ব্যবহার করতে হবে না। ফলে কম
খরচে অধিক ফলন পাওয়া সম্ভব হবে।