আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের পোকাতি এলাকায় প্রায় ১৩ একর
জমির উপর অবস্থিত খেজুর বাগান। সঠিক পরিচর্যার অভাবে আজ
সেই খেজুর বাগান প্রায় ধ্বংসের পথে।
স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে এ খেজুর বাগান থেকে
গাছিরা রস সংগ্রহ করতেন। আর সেই রাস দিয়ে গুর তৈরি হত।
তারপর সেগুলো জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায়
রপ্তানি করা হত। কিন্তু বাগানটি সঠিক পরিচর্যা না হওয়ার
কারণে বাগানটি নষ্ট হয়ে যাচ্ছে।
নারগুন এলাকার তানভীর মাহফুজ বলেন, জেলার সবচেয়ে বড় খেজুর
বাগান এটি। এ ধরনের বাগান অন্য কোথাও নেই। তাই এ
বাগানটি সঠিক পরিচর্যা করা দরকার।
রস সংগ্রহকারী খাদেমুল ইসলাম বলেন, এক সময় এ বাগান থেকে
আমরা রস সংগ্রহ করতাম। আর সেই রস বিক্রি করে সংসার
চালাতাম। কিন্তু এখন তা পারছি না। কারণ বাগানটি নষ্ট হয়ে গেছে।
পোকাতি ফার্ম ইনচার্জ লোকনাথ রায় জানান, বাগানটি
চুক্তিতে দেওয়ার জন্য রস সংগ্রহকারীদের খোজা হয়। কিন্তু এখন
আর তাদের পাওয়া যায় না। এ কারণে বাগানটি পরিচর্যা করা
হয়না।