এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব এ শ্লোগানকে
সামনে রেখে কাচুয়া ক্লাস্টারে ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
আয়োজনে দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার
(৩১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ১৬ইং সনে জেলার শ্রেষ্ঠ প্রাথমিক
শিক্ষক নির্বাচিত ও কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দিন এর পরিচালনায় এ মেলার উদ্বোধন করেন
চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের । এ সময় উপজেলা
নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা
হাসান মোহাম্মদ জোনায়েদ, দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব
শামছুন্নাহার চৌধুরী ও বিভিন্ন প্রিন্ট-ইলেক্ট্রিক মিডিয়ার
সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ মেলায় সার্বিক সহযোগীতা
করেন, বিদ্যালয় এস এম সির সভাপতি মো: রমজানুর রহমান শামীম।
কাচুয়া ক্লাস্টারে ২৪টি বিদ্যালয়ের ২৪টি মেলার স্টল বসে। মেলা
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন,
অত্যান্ত সুন্দর হয়েছে এ শিক্ষা উপকরণ মেলা, তিনি বলেন প্রত্যেক
বৎসর’ই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ
রকম উপকরণ মেলা অনুষ্ঠিত হলে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষীকাসহ সর্বস্থরের
মানুষের মাঝে উৎসাহ-উদ্ধিপনা বৃদ্ধি পাবে।
এছাড়াও এ সরকার জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে আধুনিক শিক্ষা কার্যক্রম চালু
করেছে। মেলার ২৪টি স্টলে শিক্ষা সহায়ক উপকরণ প্রদর্শন এবং শিক্ষা
কার্যক্রম আকর্ষণীয় করতে বিভিন্ন পদ্ধতি দেখানো হয়। সকাল ৯টা
থেকে বিকেল ৪টা পর্যন্ত এ মেলা অনুষ্টিত হয়। উপজেলার বিভিন্ন
ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ মেলায় অংশ নেয়।
মেলায় শিক্ষার্থী ছাড়াও শত শত অভিভাবক ও দর্শনার্থী অংশগ্রহন করেন।