অনলাইন ডেস্কঃ
ঢাকায় পাসপোর্ট নিতে এসে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে এক নারী
হারিয়েছেন। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি জি ডি করা হয়েছে।
জি ডি সুত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ধরাইল
গ্রামের মৃত আকরাম শেখের মেয়ে মোছাঃ মনিকা খাতুন মনিয়া (২৫), তার
গ্রামের বাড়ি থেকে মজিবর হাওলাদারের সাথে ঢাকায় পাসপোর্ট নিতে এসে
বুধবার সকাল ৯টার দিকে আশুলিয়ার নবীনগর বাসষ্ট্যান্ড থেকে হারিয়ে যায়।
উক্ত ব্যাপারে মজিবর হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, মনিরা বিদেশ
যেতে পাসপোর্ট করেন, আর সেই পাসপোর্ট নিতে এসেই নবীনগরে এ
ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় জিডি করা হয়েছে জি ডি নং
১১৭।