নীলফামারী প্রতিনিধিঃ- আজ বৃহস্পতিবার (২ফেব্রুয়ারী) সারাদেশে একযোগে ২০১৭ইং সালের এসএসসি ও তার সমমান পরিক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।আর এ পরিক্ষায় নীলফামারী পুরো জেলা জুড়ে এসএসসি,দাখিল,এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৩৯টি কেন্দ্রে মোট ২২ হাজার ১১০জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবেন বলে জানা গেছে।জেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়,২১টি কেন্দ্রে এসএসিতে ১৭ হাজার ১২০জন, দাখিলে ৭টি কেন্দ্রে ৩ হাজার ৩০০ জন, দাখিল ভোকেশনাল ৫টি কেন্দ্রে ১১৩ জন, এস,এস,সি ভকেশনাল ৬টি কেন্দ্রে ১হাজার ৫৭৭জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে।জেলা প্রশাসক জাকীর হোসেন জানান, শান্তিপূর্ন ও সুষ্ঠ পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এবার জেলাতে মোট ৩৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।পরীক্ষা চলাকালে কেন্দ্র গুলোর আশ-পাশে ১৪৪ ধারা জারী করা থাকবে।