চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাস স্ট্যান্ড এলাকা থেকে বুধবার রাতে ৯০ পুরিয়া
গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ-ডিবি।
ঢাকা বাস স্ট্যান্ড শ্রমিক ইউনিয়ন অফিসের নীচে একজন মাদক ব্যবসায়ী
গাঁজা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ গত বুধবার
রাত ৮টার দিকে ওই স্থানে অভিযান চালিয়ে পৌর এলাকার আলীনগর রেলপাড়ার মৃত
এন্তাজ শেখের ছেলে মোঃ নজরুল ইসলাম ওরফে (৬০) কে আটক করে। পরে তার দেহ
তল্লাশী করে ৯০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর
মডেল থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।