শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে গত বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের
জাতীয় সংসদ সদস্য মো. শিবলী সাদিক।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে
আয়োজিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের জাতীয়
সংসদ সদস্য মো. শিবলী সাদিক, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা
মো. বজলুর রশীদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম,
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. এখলাছুর রহমান প্রমূখ।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) দপ্তর সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা
কমপ্লেক্স ভবনটি নির্মাণ কাজে ব্যয় হবে ১ কোটি ৬১লাখ ৯০৫ টাকা ৬৩ পয়সা।
এলজিইডি’র সার্বিক তত্বাবধানে ভবনটি নির্মাণ করা হবে।