আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহযোগিতা দেওয়া
হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্করা
গ্রামে ১১টি পরিবারের মাঝে সহযোগিতা প্রদান করেন
বাংলাদেশ আওয়ামী লীগ গড়েয়া ইউনিয়ন শাখা।
এসময় উপস্থিত ছিলেন, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের
ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিন্দ্র
নাথ মোদক সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আজিজার রহমান,
আব্দুল জলিল, সীতানাথ রায়, মজিবর রহমান, উত্তম কুমার প্রমুখ।
গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রত্যেক
পরিবারকে নগদ এক হাজার টাকা সহ একটি কম্বল দেয়া হয়।
উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে লস্করা গ্রামের ভয়াবহ অগ্নিকান্ডে
১১টি পরিবারের প্রায় ২৫টি ঘরবাড়ি পুড়ে ভষ্মিভূত হয়।
বর্তমানে ওই ১১টি পরিবার খোলা আকাশের নিচে অবস্থান
করছেন।