আব্দুর রহিম পলাশ ,চাঁপাইনবাবগঞ্জঃ
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে
আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে।
এতদ্ধসঢ়;সংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির
উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের
হাতে মাদকদব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আর এই
সকল অবৈধ ব্যবসায় মহিলারাও সামিল রয়েছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার
রোধকল্পে মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের
একটি অপারেশন দল ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ নূরে আলম এর নেতৃত্বে অদ্য ০৩
ফেব্রুয়ারি ২০১৭ তারিখ দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ
জেলার সদর থানাধীন রামকৃষ্টপুর গ্রামে অভিযান পরিচালনা করে (ক) হেরোইন-১০২
(একশত দুই) গ্রাম (মূল্য প্রায় ১০ লক্ষ টাকা), (খ) হেরোইন পরিমাপের ছোট নিক্তি-
০১ টি, (গ) মোবাইল ফোন-০১ টি সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আনারুল (৫০),
পিতা-মৃত এহ্ধসঢ়;সান এবং ২। মোছাঃ রুমা বেগম (২৫), পিতা-মোঃ আনারুল,
উভয় সাং-রামকৃষ্টপুর, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দ্বয়কে তাদের নিজ
বসতবাড়ী হতে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।