এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামে হামিম শেখ (১০) নামের ৩য় শ্রেনীর এক ছাত্র দোলনায় বসে দোল খেতে গিয়ে গলায় ফাঁস লেগে করুন মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নিজ বাড়ীর গাছের ঢালে এই মর্মান্তিক ও দুঘটনাটি ঘটেছে। জানা গেছে, উক্ত গ্রামের ওহিদুল ইসলামের ছেলে ও ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র হাসান ইমাম হামিম শুক্রবার দুপুরে দোলনায় বসে দোল খেতে লাগলে আকস্মিক পিছলে পড়লে তার গলার সাখে দোলনার রশি ফাঁস লাগে। পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। হৃদয় বিদারক এ ঘটনায় পরিবার ও সহপাঠী সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।