অনলাইন ডেস্কঃ
বিএনপি নেতাকর্মীদের হয়রানির জন্যই সরকার বাংলাদেশ নাগরিকত্ব আইন ২০১৬ করছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকেলে হোটেল লেকশোরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সুপরিকল্পিতভাবে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে সরকার একের পর এক আইন করছে। এসব আইনের মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।
তিনি বলেন, মূলত কিছু ব্যক্তি ও একটি পরিবারকে বিশেষ সুবিধা দিতে নাগরিকত্ব আইন করা হচ্ছে। এই আইনে অনেক অস্পষ্টতা রয়েছে। খসড়া প্রণয়নে যারা যুক্ত তারা অমনোযোগী ও অপরিকল্পিতভাবে কাজটি করেছেন।
বিএনপি মহাসচিব বলেন, আমরা এখন দুঃসময় অতিক্রম করছি। মানুষের মৌলিক অধিকারগুলোকে হরণ করা হচ্ছে। এর মূল লক্ষ্য-সমাজে বিভক্তির মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করা।