সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় আরব আধুনিক গার্মেন্টসে দুর্ধর্ষ চুরি সংগঠিত
হয়েছে। শনিবার ভোর রাতে পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকার ভাই ভাই সুপার
মার্কেটের এই কাপড়ের দোকান চুরি হয় বলে জানা গেছে।
দোকানের মলিক আনসার আলী জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার দোকান বন্ধ
করে তিনি বাড়িতে যান। পরে শনিবার সকালে দোকানের তালা ভাঙ্গা দেখে
পাশবর্তী ব্যবসায়ীরা খবর দিলে চুরির বিষয়টি তিনি জানতে পারেন। এতে তার
দেড় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এসময় স্থানীয় পাশবর্তী
ব্যবসায়ী নাজমুল হক, সেলিম রেজা অভিযোগ করে বলেন, ওই মার্কেটের পার্শ্বে
একটি পরিত্যাক্ত জায়গায় প্রকাশ্যে নেশাখোরদের উৎপাত দেখা যায়। তারাই এই
চুরির ঘটনা ঘটিয়েছে। ইতি পূর্বেও সুবর্ণা গার্মেন্টসহ কয়েকটি
দোকানে চুরি হয়েছে বলে জানান তারা।
সিংড়া থানার উপ-পরিদর্শক দেবব্রত দাস চুরির সত্যতা নিশ্চিত করে
জানান, দোকান মালিককে এবিষয়ে একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
আর মাদকের বিরুদ্ধে সব সময় অভিযান অব্যাহত হয়েছে।