এম সাকিল পল্লবী প্রতিনিধিঃ
গত ৩১শে জানুয়ারি মিরপুর প্রেস ক্লাবে আয়োজন করা হয় মিরপুর হানাদার মুক্ত দিবস।
১৯৭১ সালে সারা বাংলাদেশ যখন ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উল্লাসিত উদ্ভাসিত হয় ও আনন্দের ঝড় বইছিল সেখানে মিরপুর বাসি হানাদারের ভয়ে আতংকে আটকে ছিলো ।বিজয়ের স্বাদ তারা তখন ও পায়নি।মরন খেলায় হানাদারের সাথে মত্ত ছিল। তার পর অনেক ত্যাগের বিনিময়ে ৩১শে জানুয়ারি ঐ হানাদার হানাদার দের পরাজিত করে বিজয়ের বাতাস হুর হুর করে বইতে শুরু করল।চারদিকে শুরু হল বিজয়ের ধ্বনি।বাতাসে বইতে শুরু করল বিজয়ের গান।একই কন্ঠে ধ্বনিত হল জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ।মুক্ত হলো দেশ মুক্ত হলো বাংলা মায়ের মাতৃ ভাষা।আমরা নয়কো পরাধিন।বাংলা হল স্বাধিন।বাংলা আমার মায়ের ভাষা ।আমরি বাংলা ভাষা।বাংলা আমার গব ।বাংলা আমার অহংকার।
নিপাত গেল রাজাকার আল বদর আল সামস হায়নার দল।আমরা পেলাম মুক্তি এ সাগর রক্তের বিনিময়ে।
চিড়িয়াখানা রোডে ৮নং কমিউনিটি সেন্টারে ৩১শে জানুয়ারি উদযাপন করা হল হানাদার মুক্ত দিবস।অনুষ্টানে উপস্হিত ছিলেন বিভিন্ন গন্য মান্য ব্যাক্তি বগ।তাহাদের মধ্যে
সাবিনা আক্তার তুহিন এম পি বলেন ১৯৭১সালে ৩১শে জানুয়ারি মির পুরে হানাদার মুক্ত হয়েছিল শেখ মজিবুর রহমানের নেতৃত্বে ১৬কোটি বাঙ্গালি জাপিয়ে পড়েছিল ঐ হায়নার বিরুদ্বে আমরা সঠিক সময়ে সঠিক নেতৃত্ব পেয়ে গর্জে উঠেছিলাম এবং সফলতা ও পেয়েছিলাম ।এটা আমার আপনার অহংকার।উনার ই মেয়ে গনতন্তের মানষ কন্যা ও ডিজিটাল বাংলার কারিগরের সঠিক নেতৃত্বে আমরা সোনার বাংলাকে উন্নত থেকে আরো উন্নয়নের শিখরে পৌছে দেওয়াই মূল উদ্যেশ্য।দেশ রত্ন শেখ হাসিনার হাত কে আরো শক্তি করতে হবে।
আরো বক্তব্য রাখেন কাজি সিরাজুল ইসলাম উপদেষ্টা সদ্স্য বাংলাদেশ আওয়ামিলিগ।
শেখ নাছির উদ্দিন সভাপতি মিরপুর প্রেস ক্লাব ।মিরপুর প্রেস ক্লাব উন্নয়নের জন্য সবার সহযোগিতা কামনা করেন এবং কান্নায় ভেঙ্গে পরেন।
এস এম হানিফ সভাপতি মিরপুর মডেল থানা।এ বি এম মাজহারুল আনাম সভাপতি দারুস সালাম থানা ঢাকা মহানগর বাংলাদেশ আওয়ামিলিগ।এছাড়া ও শাহআলি থানা,কাফরুল থানা,পল্লবী থানা বিভিন্ন আংগ সংঘঠনের নেতৃ বৃন্দ ও সংবাদ কমিরা উপস্হিত ছিলেন।
মিরপুর প্রেস ক্লাবে সাংঘঠনিক কাজে অবদানের জন্য ক্রেস্ট বিতরন করেন।
সাবিক তত্বাবধানে ম চঞ্চল মাহমুদ সাবেক সাধারন সম্পাদক মিরপুর প্রেস ক্লাব।