আব্দুর রহিম পলাশ, চাঁপাইনবাবগঞ্জ ঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকা
থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন
ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের মিডিয়া উইং শনিবার সন্ধ্যা সাড়ে
৬টায় জানিয়েছে, সর্বনাশা মাদক হেরোইন বিক্রয়ের গোপন সংবাদের
ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের
একটি অপারেশন দল ক্যাম্প কমান্ডার এএসপি মো. নূরে আলমের
নেতৃত্বে শনিবার বিকাল সাড়ে ৩টায় জেলার সদর উপজেলার
চরবাগডাঙ্গা চাকপাড়া বাজারের পশ্চিম পাশে মৃত ইলিয়াস আলীর ছেলে
আব্দুল লতিফের আম বাগানের ভিতর অভিযান পরিচালনা করে। এ সময় র্যাব
সদস্যরা আব্দুল লতিফের ছেলে মাদক ব্যবসায়ী ইউসুফ আলী (৩৫) কে ৩০
লক্ষ টাকা মূল্যের ৩শত গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম
হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী ইউসুফ দীর্ঘদিন
ধরে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা
স্বীকার করেছে। তাছাড়া এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাও
গ্রহণ করা হয়েছে।