সুজন,জেলা ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ-
নীলফামারীর ডিমলায় হত্যা মামলার আসামীসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।স্ত্রী মুক্তি পারভিনকে যৌতুকের কারনে হত্যার পর গলায় রশি দিয়ে আত্বহত্যা প্ররোচনার অভিযোগে স্বামী রফিকুল ইসলাম (৩২) শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। রফিকুল ইসলাম ঝুনাগাছ চাপানি ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামের মৃত সহিদার রহমানের পুত্র। গত বছরের ৯ই আগষ্ট বিকালে যৌতুকের কারনে স্ত্রী মুক্তি পারভীনকে হত্যার পর আত্বহত্যা করেছে মর্মে থানায় অপমৃত্যু মামলা করেন। লাশের ময়না তদন্তে রিপোর্ট হত্যার বিষয়ে মতামত আসায় গত বৃহস্পতিবার ( ২ ফ্রেুব্রুয়ারী) রাতে ডিমলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ১১ (ক)/৩০ ধারায় মামলা দায়ের হয়।অপরদিকে ২০১৪ সালের ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে খালিশা চাপানি ব্যাপারী টোলা ফাজিল মাদ্রাসায় ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই মামলায় আলাদলের ওয়ারেন্ডভুক্ত ২জনকে গ্রেফতার করা হয়। শনিবার বিকালে খালিশা চাপানি ফাজিল মাদ্রাসা হতে উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক ও খালিশা চাপানি ইউনিয়নের কৃষক দলের সভাপতি আব্দুল লতিফের পুত্র গোলাম মোস্তফা (৩৫), একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছাত্রদলের সাবেক সভাপতি ও আব্দুল জব্বারের পুত্র সফিকুল ইসলাম (২৫) কে গ্রেফতার করে ডিমলা থানার পুলিশ। অপরদিকে আদালতের ওয়ারেন্ডভুক্ত খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া গ্রামের হাসু উদ্দিনের পুত্র মশিয়ার রহমান (৪২) কে পুলিশ গ্রেফতার করেছে। ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।