অনলাইন ডেস্কঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এজন্য রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবিলা করতে পারে না, মামলা দিয়ে মোকাবিলা করে। মামলা দিয়ে, হত্যা করে, গুম করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আয়োজিত সভায় এ কথা বলেন মির্জা ফখরুল। আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে মামলা দেয়। উনি তখন অবরুদ্ধ গুলশানে। তখনো নাকি উনি উড়ে গিয়ে দারুস সালামে গিয়ে বোমা মেরে এসেছেন। আমার বিরুদ্ধে মামলা হচ্ছে যে আমি যখন প্রেসক্লাবের মধ্যে আটকা, অবরুদ্ধ তখন আমি নয়টা জায়গায় একবারে গাড়ি পুড়িয়েছি। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এজন্য রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবিলা করতে পারে না, মামলা দিয়ে মোকাবিলা করতে হয়। মামলা দিয়ে, হত্যা করে, গুম করে আমাদের দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশের ১৬ কোটি মানুষকে দমিয়ে রাখা যাবে না।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যে কাজ ১০ টাকায় হওয়ার কথা সে কাজ হচ্ছে ৫০ টাকায়। উড়াল সেতু বানাচ্ছে সবকিছু কিন্তু প্রতিদিন খরচ বাড়ছে। একেকটা বেড়ে যেটা তিন কোটি ছিল সেটা হচ্ছে ত্রিশ কোটি টাকা।’
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, ‘অযৌক্তিক অভিযোগ তুলে আমাদের মিছিল করতে দিচ্ছেন না। কেন? কারণ আপনারা জানেন যদি মিছিল করতে দেওয়া হয়, সে মিছিল এতই বড় হবে ওই মিছিলের স্লোগানের ডাক আওয়ামী লীগ সহ্য করতে পারবে না। আওয়ামী লীগের পাল্টা স্লোগান দেওয়ার ক্ষমতাও থাকবে না।’
সভায় আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।