আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ে সায়াম সিটি সিমেন্ট বিডি লিমিটেড এর
‘‘ইনসি’’ ব্রান্ড সিমেন্টের সৌজন্যে প্রকৌশলী
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ইএসডিও’র
চেতনা বিকাশ কেন্দ্রে এ সমাবেশ হয়।
সমাবেশে ঠাকুরগাঁও বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের
তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম খান, পানি
উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান,
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আল মামুন হক,
সায়াম সিমেন্টের জেলা পরিবেশক ও এসআর ট্রেডার্সের
পরিচালক ফরিদুল ইসলাম সহ জেলার ৪৪ জন প্রকৌশলী উপস্থিত
ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্বে ছিলেন সায়াম সিমেন্টের
এরিয়া ইনচার্জ নাজমুল হুদা। কোম্পানীর ওভারভিউ
পর্যালোচনায় ছিলেন সায়াম সিমেন্টের রিজিওনাল ম্যানেজার
প্রকৌশলী আসাদুজ্জামান।