মোঃ আশিকুর রহমান (টুটুল), নাটোর ব্যুরো প্রধান:
সোমবার নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের পালোহারা
গ্রামে অস্ত্র সহ আলিম আলী (২৯) নামের এক যুবক কে আটক করেছে
লালপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, লালপুর থানা (ওসি) আবু ওবায়েদ এর নেতৃত্বে
পুলিশের একটি দল উপজেলার কদিমচিলান ইউনিয়নের পালোহারা গ্রামের মৃত
এজহার আলীর ছেলে আলিম আলী (২৯) এর বাড়িতে অভিযান চালায়। এ সময়
একটি দেশী অস্ত্র সহ আলিমকে আটক করা হয়।
এব্যাপারে লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ ঘটনার
সত্যতা নিশ্চত করে বলেন, আটক কৃত আলিম (২৯) ডাকাতি, ছিনতাই,
চুরি সহ ৪টি মামলার ওয়রেন্ট ভুক্ত আসামি।