কুটি বাজারে বাংচুর ও লুটপাটের মামলায় মিজানুর রহমান নামে একজন আটক।
বাংলার প্রতিদিন ডেস্ক ::
-
আপডেট সময়
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭
-
২৮৪
বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলার কুটি বাজারে বাংচুর ও লুটপাটের মামলায় মিজানুর রহমান নামে একজন আটক।৩/২/২০১৭ তারিখে বিকাল ৫টায় ডাকাতি চুরির ও ভাঙচুরের ঘটনায় বি এন পির নেতা সম্রাজের ভাই মিজানুর রহমান আটক। ঘটনা অনুসন্ধান করে জানা যায় কুটি গ্রামের মরহুম ঈদন ডাক্তারের ছেলে মিজানুর রহমান এর পাশের বাড়ির খাইরুল আলম সেন্টু(৩০)পিতা-শা আলম (যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা) কুটি বাজারে মোবাইল ও জেনারেটর ব্যবসার সাথে জড়িত মিজানুর রহমান সেন্টুর সাথে খারাপ ব্যবহার করে একপর্যায়ে সেন্টুর মোবাইলের দোকানে ঢুকে মারধর করে দোকানের ক্যশ বাক্স ভেংগে নগদ ১২০০০০ এক লাখ বিশহাজার টাকা ও দোকানে থাকা দুইটি ল্যাপটপ ভাংচুর করে চলে যাওয়ার সময় সেন্টুকে মেরে ফেলার হুমকি দেয়। সেন্টু স্থানীয় লোকজন ও বাজার কমিটি কে জানালে মিজানুর রহমান আরো ক্ষিপ্ত হয়ে একটি ধারালো দা নিয়ে সেন্টুর মোবাইলের দোকানে ঢুকে দায়ের কান্দা সজোরে বারি মেরে সেন্টুর হাত ভেঙে ফেলে। সেন্টুর চিৎকার শুনে পাশের দোকানদাররা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেন্টু বাধ্য হয়ে কসবা থানায় ২/২/২০১৭ তারিখে মামলা করে ৩/২/২০১৭ তারিখে বিকাল ৫টায় এস আই বিল্লালের নেতৃত্বে মিজানুর রহমান কে আটক করে থানায় নিয়ে যায়। কসবা থানার ইনচার্জ মহিউদ্দিন সাংবাদিকদের আরো বলেন মিজানুর রহমানের বিরুদ্ধে মাদক ব্যবসায়ী মাদক সেবন সহ কুটি বাজারে চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর