এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :
বাগেরহাটের চিতলমারীতে বেপরোয়া ছেলেদের হাঙ্গামা ঠেকাতে গিয়ে ঘটনা স্থলে খুন হয়েছেন একবৃদ্ধ
বাবা। ৭ফেব্রæয়ারী (মঙ্গলবার) সকালে এঘটনাটি ঘটেছে উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের বাওয়ালী
পাড়াগ্রামে।এরিপোর্ট লেখা পর্যন্ত এক মহিলাসহ ঘাতক দূূই ছেলে গুরুতর আহত হয়ে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
থানাপুলিশও এলাকা বাসিসূত্রে জানাগেছে ৭ফেব্রæয়ারী সকালে বাওয়ালী পাড়া গ্রামের জগদীশ বাওয়ালীর
দুইছেলে জয়দেব(৩৮) ও কার্তিক বাওয়ালী (৩২) এর সাথে পারিবারিক কলহের জেরধরে ঝগড়াহয়। এসময় ওই ঝগড়া রক্তক্ষয়ী সংঘর্ষে রুপনিলে বৃদ্ধবাবা সুরেন্দ্রনাথ বাওয়ালী উভয়কে ঠেকাতে গিয়ে ছেলেদের লাঠি-সোটার আঘাত তার শরীরের বিভিন্ন স্থানে লেগে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শনসহ বৃদ্ধের লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।এ ব্যপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃরেজাউল করিম বলেন লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করাহবে, মামলা প্রক্রিয়াধিন। এরিপোর্ট লেখাপর্যন্ত ঘাতক দুইছেলে ওপুত্র বধুকে গুরুতর অবস্থায় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরন করা হয়েছে বলেজানাগেছে।