অনলাইন ডেস্কঃ
শরীরে অস্বাভাবিক তাপমাত্রা ও প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে আসা এ শিশুটির লক্ষণ দেখে চিকিৎসকের ধারণা -‘চিকুন গুনিয়া’ নামের অনেকটা নতুন এক ধরনের ভাইরাসে আক্রান্ত সে।
গত কয়েক সপ্তাহ ধরে এমন অনেক রোগীই আসছেন চিকিৎসকদের কাছে। রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে অনেকে আক্রান্ত হয়েছেন এ রোগে। রোগটি দু-তিন দিনে সেরে গেলেও ব্যথার তীব্রতা বেশি থাকায় ব্যথানাশক ওষুধ এমনকি অ্যান্টিবায়োটিকের ব্যবস্থাপত্রও দিচ্ছেন অনেক চিকিৎসক।
রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইন্সটিটিউটে আসা বিভিন্ন নমুনা পরীক্ষা করে ভাইরাসটি শনাক্ত করেন সংশ্লিষ্টরা। ২০০৮ সালের পরে বেশ কয়েকবার এ ভাইরাসের সংক্রমণ ঘটলেও এবার আক্রান্তের হার বেশি বলে জানান তারা। গত মাসে ঢাকার কাঁঠালবাগান এলাকায় জরিপ চালিয়ে চিকুন গুনিয়া আক্রান্ত রোগী পেয়েছেন গবেষকরা।
যেসব জায়গায় এডিস মশার বংশ বৃদ্ধি পায় এমন ফুলের টব, পানি জমে থাকার মত পরিত্যক্ত পাত্র ও স্থান নিয়মিত পরিষ্কার করা এবং এ মশার কামড় থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।