অনলাইন ডেস্কঃ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী ও পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজের জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার এই আদেশ দেন।
এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজকে হাজির করে সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। অপরদিকে রাজউকের সাবেক চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর আবেদন করেন।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজের রিমান্ড নাকচ করে দেন। তাঁকে পাচ কার্যদিবসের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। একই সঙ্গে দুজনেরই জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, প্লট জালিয়াতির মামলায় আজ ভোরে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।